দেশের তরুণ চিত্রনাট্যকারদের নতুন গল্প তৈরির অনুপ্রেরণা দিতে আয়োজন করা হয়েছিল ‘নকশি কথা স্ক্রিপ্টরাইটিং ওয়ার্কশপ’। এই কর্মশালার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে ৬ থেকে ১৩ অক্টোবর। সপ্তাহব্যাপী এই কর্মশালা আয়োজনে সহযোগিতা করেছে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ। ‘নকশি কথা’ স্ক্রিপ্টরাইটিং কর্মশালার প্রথম আসর হয়েছিল কোভিড মহামারীর সময়ে। এরপর দীর্ঘ বিরতির পর হল দ্বিতীয় আসর। এই কর্মশালায় ১৩ জন অংশগ্রহণকারী ছয়জন মেন্টরের তত্ত্বাবধানে ১৩টি নতুন মৌলিক ওয়েব সিরিজের গল্প তৈরি করেন। মেন্টর হিসেবে ছিলেন আশফাক নিপুণ, তানিম নূর, নুহাশ হুমায়ূন, সৈয়দ আহমেদ শাওকী, সাদিয়া খালিদ রীতি এবং আরিফুর রহমান। শেষ দিনে অংশগ্রহণকারীরা তাদের প্রকল্প উপস্থাপন করেন দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর প্রতিনিধিদের সামনে। তারা হলেন চরকির সিইও রেদওয়ান রনি, হইচইয়ের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান, দীপ্ত প্লের প্রোগ্রাম প্রধান এজাজ উদ্দিন আহমেদ, বঙ্গের চিফ কনটেন্ট...