৩ ম্যাচ সিরিজে ২-০'তে এগিয়ে আফগানিস্তান। এর আগে টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০'তে হারিয়ে বাংলাওয়াশ করলেও; এখন ওয়ানডেতে উল্টো হোয়াইটওয়াশের শংকায় টাইগাররা। ২০২৭ বিশ্বকাপে খেলার লক্ষ্যে এখন থেকে প্রতিটি ওয়ানডে ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র্যাংকিংয়ের শীর্ষ আট দেশ। তাদের সঙ্গে সরাসরি সুযোগ পাবে দুই স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ২০২৭-এর ৩১ মার্চের মধ্যে শীর্ষ আটে উঠতে পারলে বাংলাদেশও পাবে সেই সুযোগ। নয়তো ১৯৯৯ সালের পর আবারো বাছাই পর্বে খেলতে হবে টাইগারদের। যদিও আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যার্থ বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচে পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়েছে এখন হোয়াইটওয়াশের...