রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক এজিএস পদপ্রার্থী। আজ মঙ্গলবার ( ১৪ অক্টোবর ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান তিনি। ওই প্রার্থীর নাম ফজলে রাব্বি। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যৌক্তিক আন্দোলনে আমি এগিয়ে এসেছি। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমি পুনরায় আমার পেশা শিক্ষকতায় ফিরে গিয়েছি। অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনের ভোটের মাঠের পরিস্থিতি বিবেচনা করে আমি আমার পূর্ণ সমর্থন ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে জ্ঞাপন করছি। তিনি আরোও বলেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমি যে ইসতেহার দিয়েছি সেই ইসতেহার ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সাথে একত্রে...