আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন টার্গেট করে নির্বাচনসামগ্রী সংগ্রহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ কথা বলেন। ‘নির্বাচন কি আদৌ হবে’? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘একই প্রশ্ন আমি করছি নির্বাচন না হওয়ার কি কারণ আছে। নির্বাচনী মালামালের বিষয়ে ফেব্রুয়ারি টার্গেট করে যে প্রস্তুতি তা সম্পন্ন করেছি। কাজেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমাদের যে সমস্ত নির্বাচনসামগ্রী দরকার সেগুলো সংগ্রহে এসে পৌঁছেছে। কাজেই ওই ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা আমাদের সেচুরেশন লেভেল আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে আমরা বেশ প্রস্তুতি পর্ব সম্পূর্ণ করেছি। আরও কিছু প্রস্তুতি পর্ব চলমান আছে। প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া। সচিব সাংবাদিককে পাল্টা জিজ্ঞাসা করে বলেন, জাতীয় নির্বাচনে আমি প্রশ্নটা আপনাকেই...