জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতকোত্তর পর্যায়ের থিসিস গ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণা সহায়তা হিসেবে প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে মোট ২৭টি বিভাগের ৩৫৪ জন শিক্ষার্থী এই গবেষণামূলক অনুদানের আওতায় সুবিধা পাবেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন উদ্যোগ এবারই প্রথম। এই বরাদ্দের মাধ্যমে প্রতিটি থিসিস শিক্ষার্থী ১৪ হাজার ১২৪ টাকা করে অনুদান পাবেন। ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় প্রদত্ত এ বরাদ্দ ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে বিবেচিত হবে এবং এ অর্থ শুধুমাত্র গবেষণা-সংক্রান্ত কার্যক্রমে ব্যয় করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই...