বাংলাদেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি, এমনটাই বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, আগামী নির্বাচনের ওপরই বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে সদর ও রুহিয়া থানা মহিলা দলের নির্বাহী কমিটির বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। মির্জা ফখরুল বলেন, প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তিন এমপিসহ ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা এখন অন্তত রাতে ঘুমাতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছর...