২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দীনেশ ভিজান এবং অমর কৌশিক প্রযোজিত বলিউড সিনেমা ‘থাম্মা’। এর আগে সিনেমার একটি আইটেম গানে শোরগোল ফেলে দেন নোরা ফাতেহি। এবার অন্তর্জালে মুক্তি পেল ছবিটির আরেক আইটেম গান। ‘পয়জন বেবি’ শিরোনামের এ গানটিতে আইটেম কুইন মালাইকা অরোরা খানের সঙ্গে উদ্যাম নাচে মাতাতে দেখা যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানাকে। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, এতে কণ্ঠ দিয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমার। অন্তর্জালে আসার পরই তা...