মার্কিন যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ চলছে— এ নিয়ে কোনো সন্দেহ নেই। সরকারি শাটডাউন এক জটিল ও নাটকীয় ঘটনা, যা এক অর্থে একটি জাতির প্রশাসনিক অসহায়ত্বের প্রতিচ্ছবি।আজকের আলোচনার বিষয়টি সহজ নয়, তাই শুরুতেই পাঠকের মনোযোগ আশা করছি। হোয়াইট হাউস প্রণীত প্রশাসনিক অর্থ বরাদ্দের বিল সিনেটে পাস হয়নি। এর ফলে আগামী অর্থবছরের জন্য ট্রাম্প প্রশাসনের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সহজভাবে বললে, যুক্তরাষ্ট্রে (U.S. Government Shutdown) চলছে প্রশাসনিক অচলাবস্থা— যা দেশটির জন্য নিঃসন্দেহে এক কঠিন সময়। এই নিরস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক। যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। সরকারের বিভিন্ন দপ্তরের কার্যক্রম চালাতে কংগ্রেসকে তহবিল বরাদ্দ করতে হয়। এবার নতুন বাজেট বা কন্টিনিউয়িং রেজলিউশন পাস হয়নি। সিনেটে প্রয়োজনীয় ৬০ ভোট পাওয়া যায়নি, ফলে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।...