মঙ্গলবার দুপুরে উপজেলার চানপুর চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম। নিহতরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), একই এলাকার সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিভাবকদের সঙ্গে ওই শিশুরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। মঙ্গলবার ছিল বিয়ে। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিল। অন্যদিকে শিশুরা খেলার এক পর্যায়ে পুকুরে গোসল করতে নামে। একে একে তিন শিশু...