এএফসি এশিয়ান কাপে অ্যাওয়ে ম্যাচে হংকং চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় খেলা। সেখানে পৌঁছার পর নানা বিড়ম্বনার কথা জানিয়েছেন মিডিয়া ম্যানেজার, খেলোয়াড় ও কোচ। হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, হংকংয়ে সেবার মান গড়পড়তা। ফিফার অর্থায়নে বাফুফে ভবন সংলগ্ন ও কমলাপুর স্টেডিয়ামে দুটি কৃত্রিম টার্ফ উদ্বোধনের পর সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। তার দিকে হংকংয়ের অব্যবস্থাপনা সম্পর্কে প্রশ্ন যায়। বললেন, আমরা মাঠে জিতে এর জবাব দিতে চাই। ‘স্বাগতিক দেশের যে আচরণের কথা শুনেছি তা নিয়ে মন্তব্য করতে চাই না। কারণ এএফসি স্ট্যান্ডার্ডে তারাও আমার কলিগ। স্বাগতিক দেশ আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে যে আচরণ করেছে সেটার জবাব দিবো ম্যাচ জিতে। আমরা অন্যকোথাও অভিযোগ দিতে চাই না।’ ‘হংকংয়ে এমন পরিস্থিতি হতে পারে সেটা আমাদের ম্যানেজার দেশ ছাড়ার সময় বলেছিলেন। ভারতের...