মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করতে মিসরে বিশ্বনেতাদের সম্মেলন চলার ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর ধূমপানবিরোধী অভিযানের এক নতুন নিশানা খুঁজে পেয়েছেন। গতকাল সোমবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে এরদোয়ান তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, তিনি মেলোনির ধূমপানের অভ্যাস ছাড়াতে চান। বার্তা সংস্থা ইহলাসে সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে মেলোনির উদ্দেশে এরদোয়ানকে বলতে শোনা যায়, ‘আমি দেখলাম, আপনি উড়োজাহাজ থেকে নামছেন। আপনাকে দারুণ দেখাচ্ছিল। কিন্তু আপনার ধূমপানের অভ্যাসটা আমাকে ছাড়াতে হবে।’ এরদোয়ান ও মেলোনি যখন কথা বলছিলেন, তখন তাঁদের ঠিক পাশে দাঁড়ানো ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এরদোয়ানের কথা শুনে মাখোঁ হেসে বলে ওঠেন, ‘এটা অসম্ভব’। মেলোনি তখন বলেন, ‘আমি জানি, আমি জানি। আমি কারও ক্ষতি করতে চাই না।’ এর আগে ইতালির প্রধানমন্ত্রী তাঁর সাক্ষাৎকারের ওপর ভিত্তি...