কোরআন 'অবমাননার' অভিযোগে গ্রেপ্তার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। তিনি আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। তবে অপূর্বের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, তিনি আদালতকে বলেছেন, মাঝে মাঝে তার ‘ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়’। কোরআন তেলাওয়াত করে শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। শুনানিতে তিনি বলেন, “বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তরর্তীকালী সরকার যখন নির্বাচনের দিকে হাঁটছে, তখন দেশি-বিদেশি, প্রতিবেশী রাষ্ট্রের একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এটা সেটার অংশ। “আমাদের ধর্ম প্রত্যেক ধর্মের প্রতি সহানুভূশীল। দুর্গাপূজাকে...