৫. পুরোনো ডাউনলোড ডিলিট করুনডাউনলোড ফোল্ডারে জমে থাকা পুরোনো ও অপ্রয়োজনীয় ফাইলগুলো নিয়মিত মুছে ফেললে অনেকটা জায়গা খালি হয়। ৬. গুরুত্বপূর্ণ ফাইল ই-মেইলে রাখুনপ্রয়োজনীয় ফাইল ও ছবি ই-মেইলে সংরক্ষণ করলে ফোনে সেগুলো রাখার দরকার হয় না। ফলে স্টোরেজে জায়গা খালি থাকে। ৭. ফোন রিস্টার্ট করুনমাঝে মাঝে ফোন রিস্টার্ট করলে অস্থায়ী ফাইল ও সিস্টেম ক্যাশ মুছে যায়, এতে ফোনের কর্মক্ষমতা বাড়ে। ৮. চ্যাট অ্যাপের মিডিয়া ফাইল ডিলিট করুনহোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা টেলিগ্রামে ছবি, ভিডিও ও অডিও ফাইল জমে যায়। নিয়মিত এসব ক্লিয়ার করলে অনেক জায়গা সাশ্রয় হয়।...