লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দীর্ঘ ৪৩ বছর পর আদালতের রায়ে প্রায় সাড়ে তিন একর জমি ফিরে পেয়েছেন প্রকৃত মালিক বাহার পাটোয়ারীরা। সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী ঢাকঢোল পিটিয়ে ওই জমি বুঝিয়ে দেন আদালতের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম ও পুলিশের একটি দল। বাহার পাটোয়ারী উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আইয়ুব পাটোয়ারী বাড়ির বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে আদালতের প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়ে জমির পরিমাপ করে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করেন। জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।” আদালত সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার কাজীর চর মৌজার ৩৫৬ শতাংশ জমি নিয়ে মৃত আবিদ, তসলিম,...