পৃথিবীতে মনোবাসনা পূরণের জন্য বিভিন্ন জায়গায় মানুষ নানা ধরনের অদ্ভুত রীতি পালন করে। তবে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগোর কার্ডোনাতে এমন এক অদ্ভুত রীতি চালু রয়েছে, যা দেশি-বিদেশি পর্যটকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। এই স্থানে মহিলারা তাদের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী লাভের আশায় অন্তর্বাস খুলে দড়িতে ঝুলিয়ে মানত করেন। এই স্থানটি এখন নিউজিল্যান্ডের একটি পরিচিত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। অদ্ভুত এই স্থানে খোলা জায়গায় হাজার হাজার অন্তর্বাস দড়িতে ঝুলতে দেখা যায়। দূর-দূরান্ত থেকে মানুষ এই দৃশ্য দেখতে আসেন। স্থানীয়দের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে কোনো নারী এখানে এসে তাঁর ব্রা খুলে ঝুলিয়ে রাখলে তিনি তার কাঙ্খিত জীবনসঙ্গী লাভ করেন। এই অদ্ভুত মানতের রীতিটি কীভাবে শুরু হয়েছিল, সে সম্পর্কে স্পষ্ট তথ্য নেই। তবে জানা যায়, ১৯৯৯ সালে প্রথম এখানে চারটি ব্রা ঝুলানো হয়েছিল। এরপরই...