১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পিএম ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপ এবং গুণে মুগ্ধ ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরে গাজা সংক্রান্ত শান্তি সম্মেলনে বক্তৃতা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পিছনে দাঁড়়িয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। হঠাৎই মেলোনির দিকে ঘুরে ট্রাম্প বলেন, ‘সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না? কারণ আপনি ঠিক তাই।’ ট্রাম্পের প্রশংসা শুনে হাসতে দেখা যায় ইতালির প্রধানমন্ত্রীকে। হেসে ফেলেন অন্য রাষ্ট্রপ্রধানেরাও। ট্রাম্প যে মেলোনির প্রশংসা করতে চলেছেন, তা প্রথমে বোঝা যায়নি। গাজায় শান্তি ফেরানো নিয়ে গুরুগম্ভীর কথাই বলছিলেন তিনি। হঠাৎই তিনি বলতে শুরু করেন, ‘আপনি যদি আমেরিকায় কোনও মেয়েকে সুন্দরী বলেন, তা হলে আপনার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। তবু আমি সেটা বলার সুযোগ নেব।’ তার পরেই মেলোনির দিকে ঘুরে তাকে ‘সুন্দরী’ বলেন ট্রাম্প। এখানেই...