ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ইন্টারচেঞ্জ এলাকায় পর্যাপ্ত আলো না থাকায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। হাইওয়ে এক্সপ্রেস ও ইন্টারচেঞ্জ এলাকাজুড়ে গত দুই মাসে চুরি-ছিনতাইয়ের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাত হলেই ডুবে যায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ভাঙ্গা গোলচত্বর। এলাকাটিতে দুই মাস ধরে নেই বিদ্যুতের আলো। এতে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বারটি ফের ভুতুড়ে এলাকায় পরিণত হয়। যাত্রী ও পথচারীদের অভিযোগ—ভাঙ্গা গোলচত্বর এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। বিদ্যুতের আলো না থাকায় স্থানীয়সহ ওই এলাকায় দিয়ে যাতায়াতকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। গত দুই মাসে ১০টির বেশি চুরি ও ছিনতাইয়ের ঘটনার শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা।আরও পড়ুনআরও পড়ুনমিথ্যা তথ্যে হোটেলে নিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার যুবক এ ব্যাপারে সড়ক ও রেলপথ বিভাগের শ্রীনগর-মুন্সীগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী এমএম হানিফ বলেন, ঢাকা-ভাঙ্গা...