মণীশ ধামেজা নামে এক ভারতীয় ব্যক্তি ১ হাজার ৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। গত ৩০ এপ্রিল, ২০২১ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন তিনি। প্রতিবেদন অনুসারে, মণীশের ক্রেডিট কার্ডগুলো কেনাকাটা বা বিল পরিশোধের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি ক্রেডিট কার্ডগুলোকে তাদের ঐতিহ্যবাহী ব্যবহারের বাইরেও আয়ের উৎসে পরিণত করেছেন। কোনও ঋণ না নিয়ে রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক, ভ্রমণ সুবিধা এবং হোটেল সুবিধা সর্বাধিক করার জন্য সম্পূর্ণ শূন্য ঋণের সাথে মণীশ কার্ডগুলো পরিচালনা করেছেন। এভাবে তিনি খরচের জন্য ব্যবহৃত মাধ্যমকেও স্মার্ট আয়ের উৎসে পরিণত করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের পর মণীশ বলেন, “আমি মনে করি ক্রেডিট কার্ড ছাড়া আমার জীবন অসম্পূর্ণ ছিল। আমি কেবল ক্রেডিট...