মঙ্গলবার দুপুর ১২টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশনের সামনে গাংনী থেকে যাত্রীসহ ছেড়ে আসা সিএনজি এসে কুষ্টিয়া-পাবনা হাইওয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক দবির খাঁর বাম হাত সম্পূর্ণ কেটে যায়। সিএনজির ভেতরে বসে থাকা যাত্রী সাথী খাতুন (৪০), রুবাইয়া (৩০) ও জুবাইদা (১৫) গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, “সিএনজি এবং ট্রাকের সংঘর্ষে সিএনজি ড্রাইভারসহ তিনজন যাত্রী গুরুতর...