অনেকের মনেই প্রশ্ন জাগে যে কেন এমন অদ্ভুত বিন্যাস ব্যবহার করা হয় এবং A, B, C, D পরপর সাজানো থাকলে টাইপিং করতে সমস্যা কী ছিল? টাইপরাইটার আবিষ্কারক ক্রিস্টোফার ল্যাথাম শোলস প্রথম যখন কিবোর্ড তৈরি করেন, তখন সেখানে অক্ষরগুলো A, B, C, D ক্রম মেনেই সাজানো ছিল। প্রথমদিকে সরল এই বিন্যাসটিই ব্যবহৃত হচ্ছিল। কিন্তু টাইপরাইটারের ব্যবহার বাড়তে থাকলে এবং মানুষ দ্রুত টাইপ করা শুরু করলে এক বিরাট সমস্যা দেখা দেয়। A, B, C, D ক্রমানুসারে সাজানো কিবোর্ডে দ্রুত টাইপিং করার সময় টাইপরাইটারের সূঁচগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যেত। এর কারণ ছিল, যেসব অক্ষর ঘন ঘন একসঙ্গে ব্যবহার করা হয় (যেমন: 'TH' বা 'SH'), সেগুলোকে খুব কাছাকাছি রাখা হয়েছিল। ফলে দ্রুত টাইপ করার সময় সূঁচগুলো আটকে গিয়ে টাইপিং এ সমস্যা সৃষ্টি করত।...