গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি কার্যকর এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে ভূমিকা রাখায় তিনি আরব ও মুসলিম দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "বছরের পর বছর কষ্ট ও রক্তপাতের পর গাজার যুদ্ধ শেষ হয়েছে। এখন মানবিক সহায়তা গাজায় ঢুকছে—শত শত ট্রাক খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জাম বহন করছে।" তিনি আরও বলেন, সংঘাতের অবসানের ফলে এখন নাগরিকরা তাদের ঘরে ফিরতে পারছেন এবং জিম্মিরা তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হচ্ছেন। ট্রাম্প এটিকে "একটি নতুন ও সুন্দর দিনের শুরু" হিসেবে আখ্যা দিয়ে বলেন, এখন পুনর্গঠনের কাজ শুরু হবে। যুদ্ধবিরতি বাস্তবায়নে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকাকে গুরুত্ব দিয়ে ট্রাম্প...