রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের প্রচারণার শেষ দিনে জমজমাট হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার, লিফলেট নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, প্রার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকগুলোতে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের সঙ্গে প্রচারণায় বন্ধু ও সহপাঠীরাও যুক্ত হয়েছেন। প্রধান ফটকের বাইরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের প্রবেশপথগুলোতে, প্রতিটি হল ফটকে, বিভিন্ন চত্বরে, চায়ের দোকানে, আড্ডাস্থলগুলোতে প্রচারণা চালাচ্ছেন তারা। জমজমাট প্রচারণাকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, ‘ফ্যাসিস্ট আমল থেকেই আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। তাদের অধিকার আদায়ের দাবি ও অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা বহুবার নানা ধরনের নির্যাতনে...