অনেকেরই ধারণা, ঘরের ভেতরের বাতাস বাইরের তুলনায় নিরাপদ। তবে বিজ্ঞান বলছে, ঘরের ভেতরেই এমন কিছু বস্তু ও কাজ প্রতিদিন চলে, যা ধীরে ধীরে বাতাস দূষিত করছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ‘কলেজ অফ ইঞ্জিনিয়ারিং’য়ের ডিন ও অভ্যন্তরীণ বায়ু দূষণ বিশেষজ্ঞ রিচার্ড করসি রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, "ঘরের ভেতরে এমন অনেক কণিকা, রাসায়নিক পদার্থ ও বিষাক্ত গ্যাস নিঃশ্বাসে নিচ্ছি যা হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার, এমনকি স্নায়ুজনিত রোগেরও কারণ হতে পারে।” সূক্ষ্ম কণিকা:ধুলোবালির সঙ্গে আরও ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাও বাতাসে ভেসে বেড়ায়। এগুলোর মধ্যে আছে পরাগ, পশুর লোম, রান্নার ধোঁয়া থেকে উৎপন্ন অতি সূক্ষ্ম কণা। এগুলো ফুসফুসের গভীরে গিয়ে জমা হয়। ভোলাটাইল অর্গানিক কমপাউন্ডস (ভিওসি):এগুলো কার্বনভিত্তিক রাসায়নিক, যা সহজেই বাতাসে ছড়িয়ে পড়ে। রং, ফার্নিচার, পেস্টিসাইড, গ্লু বা পরিষ্কারক দ্রব্যে এগুলোর উপস্থিতি বেশি। সেমি-ভোলাটাইল কমপাউন্ডস (এসভিওসি):এগুলো...