হংকং চায়নার বিপক্ষে ফিরতি লেগের শুরুর একাদশে পরিবর্তন এনেছেন হাভিয়ের কাবরেরা। প্রথম লেগে দ্বিতীয়ার্ধে বদলি নামা জায়ান আহমেদ ও শোমিত সোমকে সেরা একাদশে জায়গা দিয়েছেন বাংলাদেশ কোচ। চোট কাটিয়ে ওঠা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনকেও শুরু থেকে রক্ষণ সামলানোর দায়িত্বে ফিরিয়েছেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। প্রথম লেগে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে জায়ান ও শোমিতকে বেঞ্চে রেখে শুরু করেছিল দল। হারের পর প্রতিক্রিয়া দিতে এসে কাবরেরা এই দুই প্রবাসীর বদলি খেলানোর কারণে পড়েছিলেন প্রশ্নের মুখে। গত বৃহস্পতিবারের ম্যাচে বদলি নেমে রক্ষণে আলো ছড়িয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান। শেষ দিকে বাংলাদেশকে ৩-৩ সমতায় ফেরানো...