চট্টগ্রাম: ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই স্লোগানকে সামনে রেখে নগরের তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে দ্বিতীয়বারের মতো রাত্রিকালীন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে নগরের মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ মাঠে তামাকুমন্ডি লেইনে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম–১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান এবং জামায়াতের কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জামাল আহমদ ও আব্দুর রহিম,...