কোরআনে আল্লাহ তাআলা মা-বাবার জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বল, ‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালনপালন করেছেন’। (সুরা ইসরা: ২৩, ২৪) সুতরাং জীবিত অবস্থায় মা-বাবার সঙ্গে উত্তম আচরণ ও সদ্ব্যাবহার করার পাশাপাশি তাদের জন্য দোয়া করাও আমাদের কর্তব্য। আর মৃত্যুর পর আরও বেশি দোয়া করতে হবে তাদের জন্য যেহেতু তখন এ ছাড়া আর সদ্ব্যাবহারের কোনো সুযোগ বাকি থাকে না। মা-বাবার জন্য কোরআনে বর্ণিত এই ২ দোয়া বেশি বেশি করুন: জীবিত ও মৃত মা-বাবার জন্য আল্লাহর রহমত চেয়ে এ দোয়াটি করুন: অর্থ:হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালনপালন করেছেন। (সুরা বনি ইসরাইল: ২৪) জীবিত ও মৃত মা-বাবার...