মাচাদোকে নোবেল দেওয়ায় নরওয়েতে ভেনেজুয়েলার দূতাবাস বন্ধ ঘোষণা করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার। গত শনিবার ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এর প্রতিবাদে দেশটির রাজধানী অসলোতে নিজেদের দূতাবাস বন্ধ করেছে ভেনেজুয়েলা। আরও পড়ুন>>শান্তি নয়, রাজনৈতিক কারণেই নোবেল পেলেন ‘যুদ্ধবাজ’ মাচাদো?নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনাগণহত্যার পরও ইসরায়েলকে সমর্থন জানালেন মাচাদো যদিও নোবেল শান্তি পুরস্কার দিয়ে থাকে নরওয়ের পার্লামেন্টের নিয়োগ দেওয়া ওই স্বাধীন কমিটি, যা সরকারের পররাষ্ট্রনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাস বন্ধের পদক্ষেপটি সরকারের ‘কূটনৈতিক মিশনের অভ্যন্তরীণ পুনর্গঠন’-এর অংশ হিসেবে নেওয়া হয়েছে। নরওয়ের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও ভেনেজুয়েলার দূতাবাস বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। মাদুরো সরকার বলেছে,...