হামজা চৌধুরী, শমিত সোমদের হাত ধরে ৪৫ বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। বাছাইয়ের মাঝ নদীতে পৌঁছে সে আশা অনেকটাই ম্লান। তিন ম্যাচের একটি ড্র ও ঘরের মাঠে দুই হারে বাংলাদেশ গ্রুপের তলানিতে আছে এক পয়েন্ট নিয়ে। সাত পয়েন্টে গ্রুপের শীর্ষে থাকা হংকংকে ফিরতি ম্যাচে আজ হারাতে না পারলে শেষ হয়ে যাবে ১৯৮০ সালের পর চূড়ান্ত পর্বে খেলার আশা। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে প্রায় ৪৫ হাজার দর্শকের সামনে হামজাদের দিতে হবে অগ্নিপরীক্ষা। যে পরীক্ষায় সফল না হলে আরেকবার হতাশায় ডুব দিতে হবে দেশের ফুটবল ভক্তদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ দেশের মাটিতে বসে কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যাবে না। তবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ সম্প্রচার করবে ম্যাচটি। তাই বাংলাদেশের ফুটবল ভক্তরা বঙ্গ এর পর্দায়...