চট্টগ্রামে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি না মানা এবং ফুটপাত দখলের দায়ে দুই রেস্তোরাঁকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে লালদীঘির পশ্চিম পাড়ে অবস্থিত জালালাবাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতকরণ, রাসায়নিক ও রং ব্যবহার এবং ফুটপাত দখলের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, কে সি...