মেক্সিকোর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান লাউরা ভেলাজকেজ জানান, ভেরাক্রুজ, হিদালগো ও পুয়েবলা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু হিদালগো রাজ্যেই ৪৩ জন নিখোঁজ রয়েছেন। তিনি জানান, মৃত্যুর সংখ্যা মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ৪৭ থেকে বেড়ে ৬৪-এ পৌঁছেছে, যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দিচ্ছে। মেক্সিকোতে চলতি বছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে মেক্সিকো সিটিতে। টেনানগো ডি ডোরিয়া এলাকায় স্থানীয়রা খাদ্য ও পানির সন্ধানে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করছেন। সড়কপথ প্লাবিত হওয়ায় যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। ৩৫ বছর বয়সী স্থানীয় কৃষক মার্কো মেন্দোজা বলেন, দুই-আড়াই ঘণ্টা কাঁদা পেরিয়ে হেঁটে গেছি কিন্তু কিছুই পাইনি, খাবারও নেই, সরবরাহও নেই।...