ভেনেজুয়েলা বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কয়েক দিনের মধ্যেই দেশটি জানিয়েছে, তারা নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধ করে দেবে। নরওয়ের রাজধানী অসলো থেকেই মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখাপাত্র রয়টার্সকে জানিয়েছেন, সোমবার অসলোর ভেনেজুয়েলা দূতাবাস তাদের দপ্তর বন্ধ করে দেওয়ার কথা জানালেও কোনও কারণ উল্লেখ করেনি। “এটি দুঃখজনক। নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ বজায় রাখতে চায় এবং সে লক্ষ্যে কাজ চালিয়ে যাবে,” বলেন ওই মুখপাত্র। তিনি জানান, নোবেল শান্তি পুরস্কার প্রদানকারী নোবেল কমিটি নরওয়ে সরকারের কোনো অংশ নয়, এটি একটি স্বাধীন সংস্থা। গত শুক্রবার চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া মাচাদোর নাম ঘোষণা করে নোবেল কমিটি। ঘোষণায় নোবেল কমিটি বলেছে, মাচাদো...