দক্ষিণ ভারতে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কেন্দ্র গড়ে তোলার জন্য ডেটা সেন্টারের সক্ষমতা বাড়াতে ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল, যা হতে চলেছে যুক্তরাষ্ট্রের বাইরে কোম্পানিটির সবচেয়ে বড় ডেটা সেন্টার প্রকল্প। মঙ্গলবার এক ইভেন্টে এই ঘোষণা দিয়েছেন গুগল ক্লাউডের প্রধান নির্বাহী টমাস কুরিয়ান। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে বাস্তবায়িত হবে এ বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের সবচেয়ে বড় এআই কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এটি। সোমবারের আগে ভারতের অন্ধ্র প্রদেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশ এই এক গিগাওয়াট সক্ষমতার প্রকল্পের মূল্য এক হাজার কোটি ডলার নির্ধারণ করেছিলেন বলে প্রতিবেদনে লিখেছে আরেমিকান সংবাদমাধ্যম সিএনবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লোকেশ বলেছেন, ‘এক বছরের জোরালো আলোচনা ও ধারাবাহিক প্রচেষ্টার’ পর এ চুক্তিটি হয়েছে এবং ‘যাত্রা কেবল...