নিজেদের ঘরের মাঠ লাহোরেই ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ইনিংসে ইমাম উল হক ও আগা সালমান মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ইমাম উল হক (৯৩) আগা সালমান (৯৩) অধিনায়ক শান মাসুদ (৭৬) ও মোহাম্মদ রিজওয়ানের (৭৫) ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ৩৭৮ রান করে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে টনি ডি জরির (১০৪) সেঞ্চুরি ও রায়ান রিকটনের (৭১) ফিফটিতে ভর করে ২৬৯ রান করে সফরকারী দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে ৬ উইকেট নেন নোমান আলি। আর ৩ উইকেট নেন সাজিদ খান। প্রথম ইনিংসে ১০৯ রানের লিড পেয়ে ফুরফুরে মেজাজে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে ৯৩ ও ৭৬ রান করা ইমাম উল হক দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য ও সাত রানে। দলীয় ৩৩ রানে...