নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, নতুন দল নিবন্ধনের বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে আমাদের অবস্থান পরিষ্কার করব। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আখতার আহমেদ বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু প্রস্তুতির পর্ব সম্পন্ন করেছি। আরও কিছু প্রস্তুতি পর্ব চলমান আছে। প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচন হবে, নির্বাচন পরবর্তীতে আরেকটা নির্বাচনের প্রস্তুতি হবে, স্থানীয় সরকার পর্যায়ের ইত্যাদি ইত্যাদি। কাজেই এটা চলমান প্রক্রিয়া। তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে—কিছু রাজনৈতিক দল, প্রধানত ১২টা দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান করার জন্য মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাদের নিয়োজিত করেছি। কিছু তথ্য আমাদের সচিবালয়ে করা হচ্ছে এবং প্রাসঙ্গিক ক্রমে আর তারই ধারাবাহিকতায় কিছু মাঠ পর্যায় থেকেও তথ্য নিতে হচ্ছে। সচিবালয় এবং মাঠ পর্যায় দুইটা মিলিয়ে এই তথ্যানুসন্ধান...