দীর্ঘ সময় সংস্কার কাজ শেষে এই বছরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুঝে পেয়েছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এবার সংস্কার শেষ হলো কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেরও। ফিফার গোল প্রকল্পের অধীনে প্রায় এক দশক পর স্টেডিয়ামটিতে নতুন টার্ফ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। আজ সকালে কমলাপুর স্টেডিয়াম এবং বাফুফে ভবনসংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফের উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধন শেষে তাবিথ আউয়াল জানান, দ্রুতই কমলাপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার কাজও শেষ করা হবে, যাতে রাতের ম্যাচ আয়োজন করতে কোনও সমস্যা না হয়। উদ্বোধন শেষে বক্তব্যে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার কারণেই এখন সব কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। তার ভাষায়, “বিগত বছরগুলোতে নানা প্রকল্প...