প্রখ্যাত ইরানি নির্মাতা-চিত্রনাট্যকার নাসের তাঘভাই মারা গেছেন। রাষ্ট্রীয় সেন্সরশিপের বিরুদ্ধে আজীবন সংগ্রামী ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী মারজিয়া বাফামের। তিনি বলেন, ‘নাসের তাঘভাই, একজন শিল্পী যিনি স্বাধীনভাবে জীবনযাপনের জন্য কষ্টকে বেছে নিয়েছিলেন, অবশেষে তিনি মুক্তি অর্জন করলেন।’ ১৯৪১ সালের ১৩ জুলাই ইরানের আবদান শহরে জন্মগ্রহণ করেন নাসের তাঘভাই। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম চলচ্চিত্র ‘ট্রানক্যুইলিটি ইন দ্য প্রেজেন্স অব আদারস’ তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। যেখানে তিনি ইরানের ঐতিহ্য ও আধুনিকতার সংঘাতকে ফুটিয়ে তোলেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ও পরে সেন্সরশিপ প্রথার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তিনি সর্বমহলে পরিচিত হয়ে ওঠেন। ২০১৩ সালে ইরানে সিনেমা ও সাহিত্যকর্মের ওপর আরোপিত ‘সেন্সরশিপ’-এর তীব্র নিন্দা...