অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী ফারিণের মুগ্ধতা ছড়িয়েছে। ‘ফাতিমা’ সিনেমার জন্য হাতে উঠেছে সম্মানজনক পুরস্কারও। তাহসানের সঙ্গে গাওয়া গান হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এবার প্রযোজক হিসেবে হাজির হচ্ছেন—ফারিণ। নিজের ভাবনাগুলোকে পর্দায় রূপ দিতে গড়ছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ফারিণ জানান, “আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।”আরো পড়ুন:‘আমাকে বাঁচান’, লাইভে সাহায্য চাইলেন অভিনেত্রী সানজিদা রিন্টুস্বামীর সঙ্গে কী নিয়ে ঝগড়া হয় মিমের? ‘আমাকে বাঁচান’, লাইভে সাহায্য চাইলেন অভিনেত্রী সানজিদা রিন্টু একই সঙ্গে তিনি নেটিজেনদের কাছে জানতে চান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য কী নাম প্রস্তাব করা যায়। এরপর থেকেই মন্তব্যের ঘরে চলছে নামের ঝড়। জানা গেছে, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করবেন...