দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৪ অক্টোবর, ২০২৫, ১৬:২২:৩৯ দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া:কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে আগাম শীত কালীন শাকসবজি (বসতবাড়ি ও মাঠে) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।এ উপলক্ষ্যে গত ১৪অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার যারীন তাসনিম নিলয় প্রমুখ।সভা শেষে উপজেলার ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১ শ...