বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে শুভ সূচনা করেছিল পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে। টানা তিন হারে সেমিতে যাওয়ার পথটা ক্রমশ কঠিন হয় পড়েছে নিগার সুলতানা জ্যোতিদের। সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে লড়াই জমিয়ে হেরেছে টিম টাইগ্রেস। পরে অধিনায়ক জ্যোতি বলেছেন, ফিল্ডিং ও ক্যাচ মিস না হলে ঘুরে যেতে পারতো ম্যাচের ফল। প্রোটিয়া মেয়েদের দেয়া ২৩৩ রানের লক্ষ্য কম হয়ে যায় টিম টাইগ্রেসের। তিন বল হাতে রেখে ৩ উইকেটের জয় তোলে সাউথ আফ্রিকা। বাংলাদেশের পরের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। পঞ্চম ওভারে প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্টকে ফেরাতে ব্যর্থ হন রাবেয়া খান। ১১ রানে ব্যাট করছিলেন তিনি। রাবেয়ার ক্যাচ মিসে তার ইনিংস থামে ৩১ রানে যেয়ে। যখন সাউথ আফ্রিকার প্রয়োজন ৪২ বলে ৫৩, তখন স্বর্ণা আক্তার করেন ক্যাচ মিস। সঙ্গে মিস ফিল্ডে ৪ রান পায় সাউথ আফ্রিকা। পরের...