গাজায় চলমান যুদ্ধবিরতির শর্ত মেনে ইসরায়েলের কারাগার থেকে প্রায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজায় আটক জীবিত জিম্মিদের বিনিময়ে বন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মুক্তিপ্রাপ্ত কারাবন্দিদের দুটি ব্যাচে বিভক্ত করে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে প্রথম ব্যাচে ছিল প্রায় ২ হাজার কারাবন্দি। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ইসরায়েলের মালিকানাধীন ‘ওফের’ কারাগার থেকে ছাড়া পান। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে করে বন্দিরা ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছান। বন্দিদের পরিবহনের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব...