মিশরের শার্ম আল-শেখে গাজা যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে যখন বিশ্বনেতারা আলোচনায় ব্যস্ত, তখন এক ভিন্ন প্রসঙ্গে আলোচনায় চলে আসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্মেলনের ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে এরদোয়ান মেলোনিকে বলেন, তিনি তাকে ধূমপান ছাড়াতে চান। ইহলাস নিউজ এজেন্সি প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, এরদোয়ান মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, “আমি আপনাকে বিমানে নামতে দেখেছি, আপনি দারুণ দেখাচ্ছিলেন। কিন্তু আমি আপনাকে ধূমপান ছাড়াতে বাধ্য করব।” জবাবে মেলোনি হেসে বলেন, “আমি জানি, আমি জানি। কিন্তু ধূমপান ছেড়ে দিলে হয়তো কারও ক্ষতি করে ফেলব।” ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এক সাক্ষাৎকারভিত্তিক বইয়ে স্বীকার করেছিলেন, ধূমপান অনেক সময় তাকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সহজে মিশতে সাহায্য করেছে। তিনি উদাহরণ হিসেবে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের সঙ্গে সম্পর্কের...