রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে আটজন দগ্ধ হয়েছেন। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে শিয়ালবাড়ীর কসমিক ফার্মা ও সরদার গার্মেন্টসে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, খবর পেয়ে সকাল ১১টা ৫৬ মিনিটে প্রতিষ্ঠানের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়।...