নিজস্ব প্রতিবেদক : ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের আওতায় প্রায় ৩০ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই অর্থ দিয়ে দেশের প্রথম আধুনিক টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না হলে বরাদ্দ ফেরত যাওয়ার শঙ্কা রয়েছে। তবে এই নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৪ অক্টোবর) কমলাপুর স্টেডিয়ামে কৃত্রিম ঘাসের মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন: “এটি বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন। আমরা আশা করছি, সময়মতো সব কিছু সমন্বয় করে ফান্ড ব্যবহার নিশ্চিত করতে পারব।” প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে বাফুফে ‘সেন্টার ফর এক্সিলেন্স’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। শুরুতে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় ২০ একর জমি বরাদ্দ দেওয়া হয়। পরে পরিবেশগত প্রতিবন্ধকতার কারণে...