১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম ঝড়ের সময় বিছানায় ছিলেন লাল মিয়া। হঠাৎ ভয়ার্ত শব্দে চোখ খুলতেই দেখেন টিনের ছাউনি উড়ে গেছে। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় ঘরবাড়ি। এখন খোলা আকাশের নিচেই কাটছে পরিবার নিয়ে তার দিনরাত। ৪০ বছর বয়সী লাল মিয়া স্থানীয় লুৎফর রহমানের ছেলে। তার দুটি সন্তান, একজন চতুর্থ শ্রেণিতে পড়ে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে লাল মিয়া কোনো কাজ করতে পারেন না। সংসার চলে তার স্ত্রী আনুফা বেগমের আয়ে। আনুফা স্থানীয় একটি কারখানায় দিনমজুরের কাজ করেন। কিন্তু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর থেকে কাজেও যেতে পারছেন না তিনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ভাঙা টিনের ঘরের পাশে বসে আছেন লাল মিয়া। তার পাশে স্ত্রী ও দুই...