১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম ভেনেজুয়েলার সরকার সোমবার জানিয়েছে যে, তারা নরওয়ে ও অস্ট্রেলিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দেবে এবং বুরকিনা ফাসো ও জিম্বাবুয়েতে নতুন দূতাবাস খুলবে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান উত্তেজনার পর তাদের বৈদেশিক পরিষেবা পুনর্গঠনের অংশ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘সম্পদ পুনর্নির্মাণের কৌশলগত’ অংশ হিসেবে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে, নরওয়ে ও অস্ট্রেলিয়ায় ভেনেজুয়েলার নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা কূটনৈতিক মিশন দ্বারা সরবরাহ করা হবে, যার বিস্তারিত আগামী দিনে জানানো হবে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা দূতাবাস বন্ধের নোটিশ পেয়েছে তবে এই সিদ্ধান্তের কোনও কারণ নেই। কারাকাসে নরওয়ের কোনও দূতাবাস নেই এবং প্রতিবেশী কলম্বিয়ার রাজধানীতে অবস্থিত তাদের দূতাবাসের মাধ্যমে...