১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ৬ থেকে ১৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, সরকারের অদক্ষতা, সিন্ডিকেটের প্রভাব এবং নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থাই আজ দেশের সাধারণ মানুষের জীবনে দুর্ভোগের আগুন জ্বালিয়ে দিয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, যখন সাধারণ মানুষের আয় কমে যাচ্ছে, দ্রব্যমূল্য আকাশছোঁয়া, তখন আবারও তেলের দাম বাড়ানো সরকারের জনগণবিরোধী অর্থনৈতিক নীতিরই বহিঃপ্রকাশ। এই সিদ্ধান্ত শ্রমজীবী, নিম্নআয়ের মানুষ ও মধ্যবিত্ত শ্রেণিকে আরও চরম ভোগান্তিতে ফেলবে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের আগেই ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে- এটি প্রমাণ করে যে বাজার এখন সিন্ডিকেটের...