কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে খালে ডুবে নিখোঁজ এক ব্যক্তি NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খালে ডুবে সিদ্দিক খান (৫০) নামে ব্যক্তি নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামের উত্তরে সিদ্ধেরসরি খালে এই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া সিদ্দিক খান বিদ্যাকুট খাঁ বাড়ির মৃত সবদর খাঁন এর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সিদ্দিক খাঁন ও তার ছেলে একরাম খাঁন জমির কচুরিপানা পরিষ্কার করতে যান। ওই সময় সিদ্ধেরসরি খাল পাড় হতে গিয়ে পানির স্রোতে দুজনেই তলিয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলে ছেলে একরামকে উদ্ধার করলেও তার বাবা সিদ্দিক খানকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নিখোঁজ হওয়া সিদ্দিক খানকে উদ্ধার করতে পারেনি৷বিদ্যাকুট ইউনিয়নের...