আর একটু পরই শুরু হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মোকাবিলা করবে স্বাগতিক হংকংয়ের। কাই টাক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি ঘিরে দর্শকের আগ্রহের কমতি নেই। ঘরের মাঠে গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল। অ্যাওয়ে ম্যাচে দর্শকের ভরসা টিভি পর্দা ও মোবাইলের স্ক্রিন। বাংলাদেশ হংকং ম্যাচের ব্রডকাস্ট পার্টনার টি-স্পোর্টস ও নাগরিক টিভি। দুটি চ্যানেলেই ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়া ওটিটি পার্টনার হিসেবে আছে আই স্ক্রিন ও বঙ্গ। ওটিটি প্লাটফর্ম দুটিতে সাবস্ক্রিপশন প্যাকেজ নিয়ে খেলা দেখতে পারবেন দর্শকরা। আশা, আক্ষেপ আর অপেক্ষার মাঝেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পথচলা। মাঠে লড়াই আছে, উন্নতি আছে, কিন্তু কাঙ্ক্ষিত জয়টা আসছে না। প্রতিবারই...