জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাই পাবে বলে দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। এ দিকে নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই ফের জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মূলত এরপরই পোস্টটি দেন হাসনাত আবদুল্লাহ। প্রতীক ইস্যুতে ইসির সঙ্গে দলটির একমত কোনমতেই হচ্ছে না। উল্লেখ্য, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক, চিঠি দেয় দলটি। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা তাদের বক্তব্যে...