বরগুনার তালতলীতে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার মালিপাড়া স্লুইস ঘাট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের সাঈদ হাওলাদারের পুত্র আবু বক্কর (২৮), তালতলী উপজেলার তাতিপাড়া গ্রামের আফজাল মৃধার পুত্র রুবেল মৃধা (৩০) এবং একই এলাকার ইউসুফ হাওলাদারের পুত্র সজল হাওলাদার (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়বগীর ইউনিয়নের মালিপাড়া এলাকার আমতলী ও তালতলী সড়ক দিয়ে মাদকের একটি বড় চালান আসবে। এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ৩ যুবককে সন্দেহবশত তাদের থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের বহন করা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের...